কিয়ামত বেশি দূরে নয়
ইরশাদ হয়েছে, ‘মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন; কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১)
মনোযোগসহ কোরআন পড়ো
ইরশাদ হয়েছে, ‘যখনই তাদের কাছে তাদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে, তারা তা শোনে কৌতুকচ্ছলে, তাদের অন্তর থাকে অমনোযোগী।…’ (সুরা : আম্বিয়া, আয়াত : ২-৩)
জানার জন্য প্রশ্ন করো
ইরশাদ হয়েছে, ‘আমি আপনার আগে বহু ধর্মপুরুষকে ওহি দিয়ে প্রেরণ করেছি। সুতরাং তোমরা না জানলে জ্ঞানীদের জিজ্ঞেস করো।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৭)
আল্লাহ জালিমদের সমূলে বিনাশ করেন
ইরশাদ হয়েছে, ‘আমি ধ্বংস করেছি কত জনপদ, যার অধিবাসীরা অবিচারকারী ছিল। তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১১)
পৃথিবী খেল-তামাশার জন্য সৃষ্ট নয়
ইরশাদ হয়েছে, ‘আকাশ, পৃথিবী ও এগুলোর মধ্যে যা কিছু আছে আমি তা ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ১৬)