উদ্ভুত পরিস্থিতিতে দেশের কওমি মাদরাসাগুলোর সমাপনী পরীক্ষা বিষয়ে ৩১ মার্চ সিদ্ধান্ত নেবে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।’
শনিবার (২১ মার্চ) রাজধানীর মতিঝিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে হাইয়াতুল উলইয়ার দপ্তর সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কওমি মাদরাসার সকল পরীক্ষার বিষয়ে ৩১ মার্চ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত আবাসিক-অনাবাসিক সব ধরণের কওমি মাদরাসা বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি।
হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিসের (তাকমিল, মাস্টার্স সমমান) পরীক্ষা ৬ এপ্রিল শুরুর কথা রয়েছে।
এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩তম পরীক্ষার ২৮ মার্চ শুরু হওয়ার কথা ছিল। অন্য পাঁচটি বোর্ডের পরীক্ষাও এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।