উত্তর-পূর্ব দিল্লিতে গনহত্যা চলার সময় একটি পিসিআর কল করা হয়েছিলো এবং সেই ফোন কল থেকে দিল্লি পুলিশ এক গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর খোঁজ পেয়েছে। এই ব্যক্তি জানিয়েছেন সশস্ত্র গেরুয়া সন্ত্রাসীরা কীভাবে মুসলিমদের খুঁজে খুঁজে হত্যা করে নর্দমায় ফেলে দিয়েছে। এই গণহত্যার তিনজন নিহতের চার্জশিটে উঠে এসেছে এমনই লোমহর্ষক তথ্য। তাঁরা হলেন আমিন, ভুরে আলি ও হামজা যাঁদেরRead More

