ইসলাম কীভাবে প্রভাব ফেলেছে মালটা দ্বীপের জনজীবনে?

ইউরোপের ইতিহাসের দিকে নজর ফেরালে দেখা যায় অন্যান্য ধর্মের মতো ইসলামের ইতিহাসও সেখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুধু স্পেন নয়, পর্তুগাল, দক্ষিণ ফ্রান্স, ইতালির কিছু অংশ, গ্রিস, আলবানিয়া প্রভৃতি দেশেও ইসলামের প্রসার ছিল নজরে পড়ার মত। এই দেশের মধ্যে অন্যতম ছিল ভূমধ্যসাগরের মালটা দ্বীপ। মালটা দ্বীপ বিজয়ের কাহিনীঃ আনুমানিক ৮৭০ খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরের এই দ্বীপপুঞ্জে ও সিসিলি দ্বীপপুঞ্জেRead More